জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে পৌরসভা নির্বাচনে সেন্টার পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: April 18, 2025 |
inbound2440675212843213382
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে পৌরসভা নির্বাচনে সেন্টার পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ৬ টায় শহর জামায়াতের অফিসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম এর সভাপতিত্বে ও শহর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার সিনিয়র নায়েবে আমীর, মাওলানা সাইদুর রহমান,শহর শাখার সেক্রেটারি মিজানুর রহমান সহ অনেকেই।

প্রোগ্রামে জয়পুরহাট পৌরসভার ১৬ টি সেন্টারের ১৬ জন পরিচালক সহ ৩৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর