আ.লীগের মিছিল ঠেকাতে কড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট: April 19, 2025 |
inbound5468678796453469066
print news

আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হঠাৎ মিছিল ও কার্যক্রমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও গোপন তৎপরতার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দুই-এক মিনিটের ফ্ল্যাশ মিছিল করেও কেউ যেন পালিয়ে যেতে না পারে—সেজন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি কোথাও পুলিশ নিষ্ক্রিয় থাকে বা গাফিলতি করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, ইতোমধ্যে কিছু অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর