বগুড়ায় বিস্ফোরক মামলায় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৯ এপ্রিল (শনিবার)বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর থানাধীন নুনগোলা এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত নিয়মিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম সরকারকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির ওসি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শহিদুল ইসলাম উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা সরকারপাড়া গ্রামের বুলু সরকারে ছেলে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, গত ১১/০৯/২৪ তারিখের বগুড়া সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় ৩৫ নম্বর আসামি বলে জানা যায়।