পীরগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ, থানায় এজাহার 

আপডেট: April 24, 2025 |
inbound8501480021873975485
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চ্যানেল এস টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল আলীমের পিতা আব্দুল মোতালেব (৭০) কে অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুল আওয়াল নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

২৩ এপ্রিল (বুধবার) ভোরে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

এজাহার সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করতে একই এলাকার ভুষিবন্দর জামে মসজিদে যান সাংবাদিক পিতা আব্দুল মোতালেব।

নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আব্দুল আওয়াল ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর শুরু করে।

মারধরের এক পর্যায়ে তাদের বাড়িতে  জোর পুর্বক ধরে নিয়ে যায় পরে ২ ঘব্টা যাবৎ তাকে শাররিক নির্য়াতন করে, হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি লাগিয়ে হত্যা করতে চায় এবং ভয়ভীতি দেখায় এমতাবস্থায়  তাকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়ি থেকে ৪টি মোটরসাইকেল যোগে ৭নং হাজিপুর ইউনিয়নের একান্নপুর গ্রামে নিয়ে যায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি করে।

কোম্পানিকে পরিশোধ করার জন্য সঙ্গে থাকা ৩০হাজার টাকা ছিনিয়ে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করে।

তার চিৎকার চেঁচামেচিতে একান্ন পুর এলাকার স্থানীয় লোকজনরা এগিয়ে আসলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণ কারীরা।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে।

সাংবাদিকের পিতার সাথে এমন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খুদা রানা ,পীরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি জাকির হোসেনসহ জেলা ও উপজেলার  সাংবাদিকরা।

এসময় তারা পুলিশ প্রশাসনকে দ্রুত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়ে অপহরণকারী চক্রটিকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এটাও দাবি করেন  সংবাদকর্মীরা।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সাংবাদিকের বাবা থানায় একটি এজহার দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর