তারেক রহমানকে দেশে না ফেরার চক্রান্ত চলছে: ফারুক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে না ফেরার বিষয়ে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ তাগিদ দেন তিনি।
এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
জয়নুল আবদিন ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ আগস্ট থেকে কী কী যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম।
কিন্তু এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠাতে দেননি তারেক রহমান। নেতা নির্দেশ দিয়েছেন, সরকার পরিবর্তন হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে।
গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এ নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এ চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার।
অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের আগে একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেন।
প্রবীণ এই বিএনপি নেতা বলেন, নির্বাচনের বিরোধিতা করবেন না। আসুন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ।