ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খায়রুন হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট: April 29, 2025 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূ খায়রুন নাহার (৩০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তারই প্রতিবাদে দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বস্তরের জনগণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজনে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধনে প্রায় ৪ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় চৌরাস্তার চারটি সড়ক অবরুদ্ধ করে রাখেন মানববন্ধনকারীরা।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে নিহত গৃহবধূর পরিবার, আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গৃহবধূর মা-বাবা, মামা জিয়াউর রহমান, ভাই আলামগীর, মাহাবুব আলম, ব্যবসায়ী শাহিন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক আল মামুন জীবন, স্থানীয় নুর আলম সিদ্দীক, নুরজামান প্রমুখ।

মানববন্ধনে নিহত খায়রুন নাহারের মা আলেয়া বেগম ও বাবা সাদেকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের সন্তান না হওয়ায় তার শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করত, মেয়েটা সংসারের জন্য সব সহ্য করত, অবশেষে তারা আমার মেয়েকে হত্যা করে কবরের পাশে ফেলে রেখে গেছে, আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন বর্বরোচিত হত্যাকাণ্ড ঠাকুরগাঁওয়ের জন্য লজ্জার, এখন প্রযুক্তির যুগে ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে থানাঘেরাও, ইউএনও অফিস ঘেরাও এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বালিয়াডাঙ্গীতে দিন দিন হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, আজ খায়রুন নাহার, কাল হয়তো আমাদের মা-বোনেরা এমন ঘটনার শিকার হতে পারে, দ্রুত আসামিদের গ্রেফতার করে সাত দিনের মধ্যে প্রেস ব্রিফিং করে অগ্রগতি জানানোর দাবি জানাচ্ছি।

প্রকৃত আসামিদের গ্রেফতার না করে যেন নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা না হয়, তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনের মূল রহস্য উদঘাটনের আহ্বান জানান।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এ তথ্য সঠিক নয়। হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত সোমবার (২১ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে গৃহবধূ খাইরুন নাহারকে হত্যা করে ফেলে রাখা হয়।

নিহতের পরিবারের দাবি, সাত বছর আগে পারিবারিকভাবে সাদেকুল ইসলামের মেয়ে খাইরুন নাহারের সঙ্গে তাজমুল হকের বিয়ে হয়।

সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন।

পরিবারের অভিযোগ, এ নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন স্বামী তাজমুল হক, শাশুড়ি দরিফন বেগম এবং চাচিশাশুড়ি দুলালি বেগম। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর