বগুড়ায় চুরি হওয়া মাছের খাদ্যবোঝাই ট্রাক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট: May 4, 2025 |
inbound1396189097492472181
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মাছের খাদ্যবোঝাই চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৩ মে) দিবাগত রাতে বগুড়ার শেরপুর ও নওগাঁ জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই তিনজন হলেন-মোঃ ফারুক হোসেন(৪৫), মোঃ হাশেম আলী ওরফে বাবু(৪৪) এবং আবু বক্কর ছিদ্দিক(৪২)।

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক।

ওসি শফিকুল ইসলাম শফিক জানান, বাদী মোঃ সাদেকুল ইসলাম সাদেক ও আসামী হাশেম আলী যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের ট্রাকটি কিনেছিলেন।

হাশেম ট্রাকটির চালক এবং আবু বক্কর ছিদ্দিক হেলপার হিসাবে দায়িত্ব পালন করতেন।গত ২৯ এপ্রিল সকালে ট্রাকটি নন্দীগ্রামের একটি ফিড মিল থেকে প্রায় ১৩ লাখ টাকার মাছের খাদ্য (১৪ টন) বোঝাই করে শেরপুরে রওনা দেয়।

সকাল সাড়ে ৭ টার দিকে ট্রাকটি শেরপুর পৌরসভার ধনুট মোড়ের ট্রাক টার্মিনালে পৌঁছে। সেখানে ড্রাইভার বাবু জানায়, হেলপার সিদ্দিক আদালতে স্বাক্ষী দিতে যেতে পারবে না,তাই একজন নতুন সহকারী মোঃ জিয়াকে দায়িত্ব দিয়ে সে নিজ বাড়িতে যায়।

দুপুরে ফিরে এসে হাশেম আলী ট্রাকটি ও তাতে থাকা মালামাল খুঁজে না পেয়ে বিষয়টি বাদী সাদেকুলকে জানায়। পরে বাদী থানায় অভিযোগ করেন।

তিনি আরও জানান,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন।

পরে শেরপুর, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। আাসমীদের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর আত্রাই থানার সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।

ওসি শফিক জানান,গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধভাবে মাছের খাদ্যসহ ট্রাকটি চুরি করে,গোপনে বিক্রি করেছে।

চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেফতারকৃত তিন আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর