শাপলা চত্বরসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার করতে হবে: শিবির কেন্দ্রীয় নেতা শাহীন

আপডেট: May 5, 2025 |
inbound1432628798008552887
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহীন আহমদ বলেছেন, শাপলা চত্বরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

২০১৩ সালের ৫ মে রাতের হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখনও দোষীদের শাস্তি নিশ্চিতে ব্যার্থ। অনতিবিলম্বে শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

সোমবার (৫ মে) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবীতে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত মানবপ্রাচীরে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারী শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানবপ্রাচীরে বক্তব্য রাখেন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস।

inbound1787626970236183567

এছাড়াও মানবপ্রাচীরে জেলা ও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের আমলে যত হত্যা-গুম হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। যারা মারা গেছেন তাদের সরকারীভাবে শহীদের মর্যাদা দিতে হবে।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানবপ্রাচীরে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর