হাসনাতের গাড়িতে হামলা: ১০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: May 6, 2025 |
inbound6496410704756485332
print news

গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় এনসিপি সদর থানার আহ্বায়ক খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি করেন বলে বাসন থানার ওসি মো. শাহীন খান জানান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। এ মামলায় ঘটনার পর থেকে আটক ৫৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে একদল লোক তার গাড়িতে হামলা করে।

হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পরে পুলিশ তাকে ঢাকায় পৌঁছে দেয়। রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে পুলিশ; যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।

মামলার বাদী খন্দকার আল আমিন বলেন, “কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা মামলা করেছি।

আমরা চাই, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। প্রকৃত অপরাধীদের যেন দ্রুত ধরা হয় পুলিশ প্রশাসনকে সেই অনুরোধ করছি।”

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান বলেন, আটকদের তথ্য বাছাই-যাচাই করে মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর