বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মতবিনিময় সভায় এসে গ্রেফতার হলেন সজিব


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আহত ও শহীদদের পরিবারের সদস্যদের,নিয়ে মতবিনিময় সভায় এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সজিব আহম্মেদ( ১৯) নামের একজন গ্রেফতার হয়েছে।
০৯ মে (শুক্রবার) দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সজিব আহম্মেদ নামের এই কর্মীকে গ্রেফতার করা হয়।
জুলাই-আগস্ট আন্দোলনের আহত ও শহীদদের গেজেট প্রকাশকে কেন্দ্র করে আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই সভার আয়োজন করেন।
গ্রেফতারকৃত সজিব দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার ইমদাদুল হকের ছেলে এবং তালোড়া ছাত্রলীগের কর্মী।
স্হানীয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দ্বারা আহত হন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজিব আহম্মেদ।
আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।সে অনুযায়ী আন্দোলনে আহতদের তালিকার গেজেটে সজিবের নাম আসায় তিনি এ মতবিনিময় সভায় উপস্থিত হন।
সভায় তার উপস্থিতি দেখে মতবিনিময় সভা থেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।পুলিশ বিকাল ৪টায় মতবিনিময় সভা থেকে থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত সজিবের বিযয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।