সিলেটে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার গণজমায়েত


ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ তিন দফা দাবিতে জুলাই ঐক্যের ব্যানারে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
এতে অংশগ্রহণ করে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ছাত্র মজলিস,ছাত্র জমিয়ত,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্যসহ আরও কয়েকটি সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।
৩ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা,
২. জুলাই আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে কার্যকরভাবে স্বীকৃতি দেওয়া এবং
৩. অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা।
গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের একটি বড় অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। হঠাৎ করে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা দুর্ভোগে পড়েন।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করেন।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জনগণের কণ্ঠরোধ করছে।
সেখানে উপস্থিত সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমতিয়াজ হোসেন বলেন,আমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম।
আওয়ামী লীগ গণতন্ত্রের মুখোশ পরে দীর্ঘদিন ধরে দেশে একক শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে।
তারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন দলের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না
আরেক শিক্ষার্থী আফসানা ইসলাম বলেন,আজ আমরা রাজপথে নেমেছি একটি নতুন, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
যে শক্তি এ দেশে মুক্তচিন্তা, মতপ্রকাশ এবং ন্যায়বিচারের পথ রুদ্ধ করে রেখেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
জনগণের দাবি উপেক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। তাই আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে
বক্তব্য পর্বে একাধিক নেতা অভিযোগ করেন, সরকারের এই সকল আচরণ গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী।
তারা হুঁশিয়ারি করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।