শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আপডেট: May 12, 2025 |
inbound2637363846666834704
print news

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। প্রস্তুতকৃত প্রতিবেদন আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়া হবে।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তিনি সরাসরি সহযোগিতা করেছেন।

তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশনা সম্পর্কিত কথোপকথনের অডিও রেকর্ডসহ নানা ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধগুলোকেও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল পরিমাণ প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত দল।

নিয়ম অনুযায়ী, প্রতিবেদন জমা দেওয়ার পর তা পর্যালোচনা করে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করবে। এরপর আদালত অভিযোগ গঠন করলে বিচার প্রক্রিয়া শুরু হবে।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ-অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

এ মামলায় পরে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও (গণ–অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে ছিলেন) আসামি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর