রাণীশংকৈলে গ্রাম আদালত পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

আপডেট: May 15, 2025 |
inbound6967748143101454251
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিস শাফিউল মাজলুমিন রহমানের সভাপতিত্বে জেলা ম্যানেজার রুবি আক্তার, উপজেলা কোঅর্ডিনেটর রাশেদা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন সভায় উপস্থিত ছিলেন।

এসময় গ্রাম আদালতের মামলার অগ্রগতি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয় করণে ব্যবস্থাপনা এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়।

তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় দিক সমূহ সভায় তুলে ধরা হয়।

পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কোঅর্ডিনেটর রাশেদা আক্তার।

Share Now

এই বিভাগের আরও খবর