আবারও ফিরছে রিয়েলিটি শো লাক্স সুপারস্টার

আপডেট: May 17, 2025 |
boishakhinews 59
print news

বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা উঠে এসেছেন যে প্ল্যাটফর্ম থেকে, সেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ আবারও ফিরছে নতুন রূপে, নতুন স্বপ্ন নিয়ে।

দীর্ঘ সাত বছর বিরতির পর আবার শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের যাত্রা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিংকে গিয়ে।

নতুন মৌসুমে প্রতিযোগিতার ফরম্যাটে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। এবার শুধু অভিনয় বা স্টাইল নয়— মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। প্রতিযোগীরা নিজের ভেতরের শিল্পীকে যেমন ফুটিয়ে তুলবেন, তেমনি তাদের ডিজিটাল সক্ষমতাও থাকবে পরীক্ষার আওতায়।

এবারের সবচেয়ে বড় চমক বিচারক প্যানেলেই। বিচারকের আসনে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ছোটপর্দার মেহজাবীন চৌধুরী এবং তরুণ নির্মাতা রায়হান রাফী। শুধু বিচারক নয়, তারা থাকবেন মেন্টর হিসেবেও, তরুণ প্রতিযোগীদের পথ দেখাবেন স্বপ্নের ভুবনে এগিয়ে যেতে।

প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে সাবেক লাক্স তারকারা বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া এবং নীলাঞ্জনা নীলাকে। যেন পুরোনো তারকা আর নতুন সম্ভাবনার এক মিলনমেলা।

২০০৫ সালে যাত্রা শুরু করা ‘লাক্স সুপারস্টার’ আয়োজনটি ২০১০ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হয়। এরপর অনিয়মিতভাবে ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালের আসরে বিজয়ী হন মিম মানতাসা।

শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান। এবার কারা উঠবেন আলো ঝলমলে দুনিয়ায়, কারা হবেন আগামী দিনের ‘লাক্স সুপারস্টার’ জানার অপেক্ষায় গোটা বিনোদনপাড়া!

Share Now

এই বিভাগের আরও খবর