গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

আপডেট: May 18, 2025 |
inbound5825729519950553165
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নাওজোড় কড্ডা একটি পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন বিপুল সংখ্যক শ্রমিক।

আইসিসি ইন্টারন্যাশনাল নামের ওই পোশাক কারখানায় সকাল ৯টা থেকে কারখানার শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় ক্লিনিক ও গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান জানান,মহানগরীর নাওজোর এলাকায় international classic composite Ltd. সকাল ৯ টায় প্রতিদিনের মত শ্রমিকরা যেখান হতে পানি পান করে সেখান হতেই পানি পান করলে এ পর্যন্ত ৫০ জনের মত পেটের ব্যথায় অসুস্থ ফিল করলে তাদেরকে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, কি কারনে শ্রমিকরা অসুস্থ হইছে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর