বগুড়ার শিবগঞ্জে পৃথক দু’টি রাস্তার কাজ পরিদর্শন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ও দেউলী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃথক দু’টি রাস্তার এইচবিবি করণ কাজ চলছেল।
১৯ মে (সোমবার) বেলা সাড়ে ১১টায় ও দুই ইউনিয়ের চলমান কাজ পরিদর্শন করেন বগুড়া জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জেলা গোলাম কিবরিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এডিপি কর্মকর্তা জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রকল্পের কাজ উপজেলার আটমূল ইউনিয়নের মীর লাবলী প্রাথমিক ঈদ মাঠ সংলগ্ন রাস্তা ও দেউলী ইউনিয়নে রাস্তা চলছে।
১ কিলোমিটার রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে ৭৮ লক্ষ টাকা। তিনি বলেন ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।