যে শর্তে হয়েছে নুসরাত ফারিয়ার জামিন

আপডেট: May 21, 2025 |
inbound9078937233054860438
print news

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে মঙ্গলবার (২০ মে) সকালে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।

এ প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেন, সোমবার (১৯ মে) অভিনেত্রী ফারিয়াকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়। জামিন শুনানির তারিখ আগামী ২২ মে ধার্য করা হয়। এমন পরিস্থিতিতে আজকে স্পেশ্যাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়। শুনানিতে উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্ট প্রকাশ করলে ৫ হাজার বন্ডে অভিনেত্রীর জামিন দেওয়া হয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না। জুলাইয়ের ৯ তারিখ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অভিনেত্রী ফারিয়া কানাডায় অবস্থান করছিলেন। ছাত্র আন্দোলনের সময় বিদেশে থেকেও তিনি তাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়েছিলেন। এ মর্মে আদালত সন্তুষ্ট হয়ে উনার জামিন মঞ্জুর করেছেন।

আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেন, উনার জামিন দেওয়া হয়েছে একটি শর্তে। পুলিশ যতদিন এ মামলার সম্পূর্ণ প্রতিবেদন দাখিল না করবেন ততদিন পর্যন্ত তার জামিন রয়েছে। তিনি দেশ-বিদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পী। তার জামিনে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বাড়বে বলে আমি মনে করি।

গত ১৮ মে (রোববার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়াসহ শোবিজের ১৭ জন তারকাকে আসামি হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করেন বাদী এনামুল হক।

Share Now

এই বিভাগের আরও খবর