বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উম্মোচন

আপডেট: May 24, 2025 |
inbound4155013529270916058
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিতব্য মিডিয়া কাপ-টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।

২৩ মে (শুক্রবার) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন প্রেসক্লাবের আহবায়ক,বিশিষ্ট সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান।

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস এবং বগুড়া স্পোর্টস রিপোর্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ , সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সহ-সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডকার,সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্,আসন্ন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন হবে ২৫ মে রোববার সকাল সাড়ে ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে। উদ্ধোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ।

ছয়টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শতাধিক মিডিয়া কর্মী। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৭ মে সকাল ১০টায়।

পুরস্কার বিতরণ করবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা।

Share Now

এই বিভাগের আরও খবর