বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ০১

আপডেট: May 24, 2025 |
inbound3168452286844595238
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ফাঁড়ি পুলিশের অভিযানে গ্যাস সিলিন্ডারের ভিতর রক্ষিত ৪ কেজি গাঁজাসহ সাখাওয়াত হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

২৪ মে (শনিবার) সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর-ঢাকা গামী মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, মো: সাখাওয়াত হোসেন পাবনা জেলাধীন বেড়া থানার চর নাকালিয়া একালার মৃত রইচ উদ্দিনের ছেলে।

মোকামতলা পুলিশ তদন্ত ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর