একনেক সভায় ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

আপডেট: May 24, 2025 |
inbound1715666662319222768
print news

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার অনুমোদন করা হয়েছে।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেলা ১১টায় এনইসি সম্মেলন সভাটি শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সরকারের অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Share Now

এই বিভাগের আরও খবর