নিউজিল্যান্ড এ দলের সাথে ড্র করল বাংলাদেশ এ দল

আপডেট: May 24, 2025 |
boishakhinews 77
print news

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় ছিল স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর একমাত্র পথ। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি, ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৫৭ রান। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৭৯ রান, ফলে ২২ রানের লিড নেয় কিউইরা।

চতুর্থ দিনে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে। কেলি করেন ১৬৭ বলে ১০৩ রান, আর ম্যাথু বয়লে করেন ৯৯ বলে ৫৮ রান।

এরপর দ্রুত উইকেট হারিয়ে ১২৫.২ ওভারে ৩৭৯ রানে অলআউট হয় দলটি। শেষ দিকে ডিন ফক্সক্রফট করেন ২৭ রান, জেডন লেনক্স করেন ২০ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অফ স্পিনার নাঈম হাসান, তিনি শিকার করেন ৪ উইকেট। খালেদ আহমেদ নেন ৩ উইকেট, হাসান মুরাদ ও সাইফ হাসান পান একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২৯ রানে এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও জাকির হাসান চেষ্টা করেন ইনিংস গড়ার। তবে সাইফ ১৬ রান করে ফিরে গেলে বাকিটা সময় ব্যাটিং চালিয়ে যান জাকির ও অমিত। ৫৫ বলে ২৪ রান করেন জাকির, আর ৩৬ বলে ২১ রান করেন অমিত।

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডের পক্ষে জাকারি ফুলকস ও বেন লিস্টার নেন একটি করে উইকেট।

Share Now

এই বিভাগের আরও খবর