ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি চলছে আজ

আপডেট: May 27, 2025 |
inbound935239864943320472
print news

পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে—এই হিসাব ধরে ঈদযাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। ‘রেলসেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেনযাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি হচ্ছে। এর অংশ হিসেবে ২১ মে বিক্রি হয় ৩১ মে’র টিকিট, এরপর প্রতিদিন একদিন করে। আজ বিক্রি হচ্ছে ৬ জুনের টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাত দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে, যা ফেরতযোগ্য নয়। একজন যাত্রী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রতি ঈদেই রাজধানী থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়ে যায়। সেই চাপ সামলাতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে এবার রেলওয়ে অনলাইনে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়।

যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার শেষ দিনের টিকিট কিনতে আগ্রহীদের দ্রুত অনলাইনে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর