চট্টগ্রামে কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ


চট্টগ্রামে কেএনএফের জন্য তৈরি ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, পোশাক কারখানার এমডি গ্রেপ্তার।
চট্টগ্রামে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি আরও ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পাহাড়তলী থানা এলাকার একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম জব্দ করা হয়।
এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি না জানালেও সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে কেএনএফের জন্য তৈরি তিন দফায় মোট প্রায় ৪৭ হাজার ইউনিফর্ম জব্দ করা হলো।
এর আগে ১৭ মে অক্সিজেন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০,৩০০ পিস এবং সোমবার আরও একটি গুদাম থেকে ১১,৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মোট চারজন।
পুলিশ ধারণা করছে, সংগঠনটির জন্য নগরজুড়ে কয়েকটি কারখানায় ইউনিফর্ম তৈরি চলছিল। তদন্ত চলছে।