অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে

আপডেট: May 30, 2025 |
inbound7880976599041907090
print news

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’।

সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশেও আসছে গুগল পে।”

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় সক্রিয়ভাবে কাজ শুরু করবে।

গুগল পে চালু হলে দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসকেই পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন।

ফলে আর আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের ঝামেলা অনেকটাই কমে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর