পিএসজির জয় উদযাপনের দিন সংঘর্ষ, মৃত ২, আহত ১৯২

আপডেট: June 1, 2025 |
boishakhinews
print news

পিএসজির বিজয় উদযাপনের সময় সহিংসতার এক মুহূর্ত।

ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঐতিহাসিক শিরোপা জেতায় উৎসবরে নগরীতে পরিণত হয়েছে প্যারিস শহরসহ আশপাশের বেশ কিছু এলাকা।

কিন্তু আনন্দটা মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে। আনন্দ উদযাপনকালেই যে ২ জন মারা গেছেন।

সঙ্গে ১৯২ জন আহত হয়েছেন বলে আজ জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট মন্ত্রণালয়। উদযাপনের সময় পুলিশের সঙ্গে দর্শক-সমর্থকরা সংঘর্ষে জড়ালে ৫৫৯ জন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৯১ জন হচ্ছেন প্যারিসের। সব মিলিয়ে ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওযা হয়েছে।

যার মধ্যে ২৫৪ জন প্যারিসের। সংঘর্ষের সময় দুই শতাধিকেরও বেশি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। ২২ জন নিরাপত্তাকর্মীর সঙ্গে ফায়ার সার্ভিসের ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রাতে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছে পিএসজি।

এতটাই যে রেকর্ড হয়েছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে জেতেনি। ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন দেজিরে দুয়ের। বাকি তিন গোল করেছেন আশরাফ হাকিমি, খিচা কাভেরেইস্কা ও সেনি মাইয়ুলু।

Share Now

এই বিভাগের আরও খবর