বগুড়ায় সেনাবাহিনীর কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ০৪


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সেনাবাহিনী মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি,বিপুল পরিমান চোনাই মদ,দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধারসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০১ জুন (দিবাগত) রাত ২টা থেকে সোমবার(০২ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘন্টা বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
অভিযানকালে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ,দুই কেজি গাঁজা ২৫টি দেশীয় অস্ত্র ও নগদ ১০লাখ টাকা উদ্ধার করা হয়।
ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিক ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনী ৫০জন সদস্য অংশগ্রহণ করেন।
সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিক বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ গ্রেফতারকৃত ওই চারজনকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।