ওয়ানডে নারী বিশ্বকাপের ভেনু্য চূড়ান্ত করল আইসিসি

আপডেট: June 3, 2025 |
boishakhinews 10
print news

নারীদের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুতে নির্বাচনে আইসিসি হাইব্রিড মডেল বেছে নিয়েছে। ভারত এই বিশ্বকাপের অায়োজক। রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে ভারত কিংবা পাকিস্তান কেউই একে অপরের দেশে সফর করবে না তা আগের থেকেই জানা ছিল।

ওয়ানডে বিশ্বকাপের ভেনু্য চূড়ান্ত করেছে আইসিসি। ভারতের চারটি ভেনু্যতে হবে সব দলের ম্যাচ। পাকিস্তান তাদের প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। ভারতে ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম ও শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

নক আউটের ভেনু্য এখনো চূড়ান্ত করেনি আইসিসি। পাকিস্তান পরের ধাপে কোয়ালিফাই করার ওপর নির্ভর করবে ভেনু্য। পাকিস্তান নক আউট পর্বে উঠলে শ্রীলঙ্কায় ম্যাচ হবে। নয়তো নক আউট পর্বের সব ম্যাচই হবে ভারতে। সাম্ভাব্য সূচিও চূড়ান্ত হয়েছে। ২৯ অক্টোবর গৌহাটি কিংবা কলম্বোয় প্রথম সেমিফাইনাল। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল। ২ নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোয় হবে ফাইনাল। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। অন্য পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

প্রসঙ্গত, সবশেষ আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে বসেছিল সব ম্যাচ। ভারত সফর না করায় তাদের ম্যাচ হয়েছিল দুবাইয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর