নগরীতে কোরবানি পশুর হাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার

আপডেট: June 3, 2025 |
inbound4900491613924947515
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর পবিত্র ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

মঙ্গলবার (০৩ জুন) চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার।

পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাটকেন্দ্রিক সিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন মর্মে উল্লেখ করেন।

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার  (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর