বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: June 6, 2025 |
inbound8868393695561919912
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্টে বসিয়ে ২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্তের সদস্যরা।

০৪ জুন (বুধবার) দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদেকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন ভোটহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল শেখ (২৮) ও এইক উপজেলার দেওয়ানী খামার বাগভান্ডার এলাকার মৃত- জয়নাল আবেদীনের ছেলে লাবলু মিয়া (৩২)।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করেন।

এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

এসময় তার মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হাংক মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানান, মাদক ব্যবসার সাথে জড়িত রুবেল শেখ ও লাবলু মিয়াকে ব্যক্তিকে গ্রেফতারের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর