কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট: June 8, 2025 |
boishakhinews24.net 41
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন রাতে দিকে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি আউটসোর্সিং এর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় ১০মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অন্তর পালকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুত্বর আহতদের হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার (ওসি) তদন্ত রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর