জামায়াত নেতা খুন: বিএনপির ১২ জনের বিরুদ্ধে মামলা


লক্ষ্মীপুর সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন (৬০) নিহত হয়েছেন। রোববার রাতে তাঁর স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানিয়েছেন, আসামিদের ধরতে অভিযান চলছে।
নিহতের ঘটনায় জামায়াত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অন্যদিকে, বিএনপি ঘটনাটি ‘রাজনৈতিক নয়’ দাবি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টিউবওয়েল চুরি নিয়ে বিরোধ থেকে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে কাউছারসহ কয়েকজন আহত হন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান তিনি।
নিহত কাউছার আহমেদ ছিলেন বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও স্থানীয় মসজিদের ইমাম।