যুক্তরাজ্যে পাচারের অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 132
print news

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে সফরে রয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

সেজন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের বা দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেনও।

মঙ্গলবার রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সে অর্থ পাচার হয়ে এসেছে, সেটিকে কিভাবে ফেরত আনা যায়- সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা কাজ করবেন।

কিন্তু পাচার হওয়া অর্থ যুক্তরাজ্য থেকে কিভাবে ফেরত আনা যাবে এবং আসলে সম্ভব হবে কি না, এনিয়ে ঢাকায় চলছে নানা আলোচনা।

বাংলাদেশের আর্থিক খাতের দুর্নীতি নিয়ে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটি যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তাতে দেখা যায়, বিগত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছিল বিদেশে।

অর্থনীতিবিদরা বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

তবে তারা এ-ও বলছেন যে, যুক্তরাজ্য থেকে এই পাচারকৃত অর্থ খুব স্বল্প মেয়াদে ফেরত আনা সম্ভব নয়।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন সরকার গঠিত শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান।

তিনি বিবিসি বাংলাকে বলেছেন, পাচারকৃত অর্থ ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই। কেননা, যে অর্থ পাচার হয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ হয়েছে, সেটির সাথে পাচারকৃত অর্থের যোগসূত্র প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ।

এদিকে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

পাচারের অর্থ ফেরত আনায় যে চ্যালেঞ্জ

চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সফরের আগেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধ্যাপক ইউনূসের এই সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি গুরুত্ব পাবে।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে সরকার এরই মধ্যে কিছু উদ্যোগ নিয়েছে।

দুর্নীতি দমন কমিশন বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি রয়েছে যুক্তরাজ্যের ক্ষেত্রে।

অর্থনীতিবিদরা বলছেন, পাচারকৃত অর্থ যে দেশ থেকে অর্থ ফেরত আনা হচ্ছে, সে দেশের আইনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসি বাংলাকে বলেন, “যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটা বড় জায়গা। ব্রিটেনের আইনি কাঠামোর সাথে আমাদের আইনি কাঠামোরও অনেক মিল আছে ঔপনিবেশিক কারণে। সে কারণে উদ্যোগটা সেখান থেকেই শুরু হয়েছে”।

তবে আইনের সাথে মিল থাকলেও পাচারকৃত অর্থের সাথে যোগসূত্রতা নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

মি. ভট্টাচার্য বলছিলেন যে, পাচারের অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যে বিভিন্ন কোম্পানিও রয়েছে। তারা বিভিন্ন দেশের সরকারের অনুরোধে অর্থ ফেরানোর কাজ করে থাকে। যুক্তরাজ্য থেকে এই অর্থ ফেরাতেও সে সব কোম্পানির সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

অন্যদিকে, পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাকে বড় একটি চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “এই অর্থ যে অবৈধভাবে পাচার হয়েছে, তারপর লগ্নি হয়েছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করতে হবে।

“এবং এটা করতে গড়ে পাঁচ থেকে সাত বছর লাগে পাচারকৃত অর্থ ফেরত আনতে। এরচেয়ে কমও লাগতে পারে। কিন্তু আমাদের চাপ তো অব্যাহত রাখতে হবে”।

প্রধান উপদেষ্টার এই সফরে যারা তার সঙ্গী হিসেবে গিয়েছেন তাদেরকে এই বিষয়ে যুক্তরাজ্যকে আরো ভালভাবে রাজী করিয়ে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়ার কথাও বলছেন তারা।

যুক্তরাজ্যকে দুর্নীতি বিরোধী তিন সংস্থার আহ্বান

মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

যেখানে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানায় সংস্থাগুলো।

বিবৃতিতে সন্দেহভাজন অর্থ পাচারকারী, দুর্নীতি ও চৌর্যবৃত্তির সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দেশটির সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাষ্ট্রসংস্কারের চলমান উদ্যোগ, বিশেষ করে দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম ক্ষেত্র হিসেবে পাচার হওয়া সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে এমন জোরালো বার্তা দিতে হবে যে, চূড়ান্ত বিবেচনায় অর্থপাচারকারীদেরকে শুধু উৎস হিসেবে বাংলাদেশই নয়, গন্তব্য দেশ যুক্তরাজ্যেও কার্যকরভাবে জবাবদিহি করতে হয়”।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেছেন, “সময় অপচয় না করে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য সরকারের উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও অর্থ পুনরুদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করতে হবে।’

এই বিবৃতিতে উল্লেখ করা হয়, দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র তদন্তে শেখ হাসিনার ঘনিষ্টজনদের যুক্তরাজ্যে মালিকানাধীন কমপক্ষে ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ইতিমধ্যে ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, “বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজনদের বিরুদ্ধে দুর্নীতি ও চৌর্যবৃত্তির মাধ্যমে অর্জিত (বাংলাদেশ থেকে পাচারকৃত) যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ড সম্পদের যে তথ্য প্রকাশিত হয়েছে, যথাযথভাবে অনুসন্ধান করে যুক্তরাজ্য সরকারকে তা জব্দ করতে হবে”।

 

সূত্র: বিবিসি বাংলা

Share Now

এই বিভাগের আরও খবর