রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ


ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে তিনি বাকিংহাম প্যালেসে পৌঁছালে রাজা চার্লস তাকে স্বাগত জানান।
এদিনই ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হবে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।