বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু

আপডেট: June 15, 2025 |
inbound1046402153100227269
print news

ঈদুল আজহার ছুটি শেষে দশ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৫ জুন) সকাল থেকে আবারও সচল হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।

পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১২৮টি ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বেনাপোলে প্রবেশ করেছে।

একই সময়ে বাংলাদেশ থেকে ৩৯টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে ভারতে। রেলপথেও পণ্য পরিবহন শুরু হয়েছে।

বন্দর সচল হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকদের মধ্যে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

সাধারণ সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক আমদানি ও ২৫০ ট্রাক রফতানি হয়। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ৫০ কোটি টাকা। তবে ঈদের ছুটিতে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকায় বড় ধরনের রাজস্ব ও বাণিজ্য ঘাটতির মুখে পড়ে বন্দরটি।

এখন বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় ঘাটতি কাটিয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর