বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি


তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট স্কোয়াড পৌঁছে গেছে গলে। আর সাদা বলের দল ঢাকায় ঘাম ঝরাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই।
নতুন হেড কোচ ফিল সিমন্সের অধীনে দেশের কোচদের সাথে মিলেই চলছে প্রস্তুতি। শুধু ব্যাট-বলের অনুশীলনই নয়, রয়েছে রাতের আলোয় বিশেষ সেশন। আবার উইকেট বুঝে নেওয়ার জন্য চট্টগ্রামে নির্ধারিত হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ।
অন্যদিকে গলে অনুশীলন শুরু করেছে টেস্ট দল। মঙ্গলবার থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে চলুন দেখে নিই টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সময়সূচি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট: ১৭-২১ জুন, গল (সকাল ১০টা ৩০ মিনিট)।
দ্বিতীয় টেস্ট: ২৫-২৯ জুন, কলম্বো (সকাল ১০টা ৩০ মিনিট)।
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ০২ জুলাই, কলম্বো (বিকেল ৩টা)।
দ্বিতীয় ওয়ানডে: ০৫ জুলাই, কলম্বো (বিকেল ৩টা)।
তৃতীয় ওয়ানডে: ০৮ জুলাই, পাল্লেকেলে (বিকেল ৩টা)।
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ১০ জুলাই, পাল্লেকেলে (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৩ জুলাই, ডাম্বুলা (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
তৃতীয় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।