চাঁদাবাজ সন্ত্রাসীদের কবল থেকে রক্ষার দাবি এলাকাবাসীর

আপডেট: June 21, 2025 |
inbound760088679390573591
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলার ভয় দেখিয়ে নিরীহ জনসাধারণকে হয়রানি করছে একটি সংঘবদ্ধ চক্র—এমন অভিযোগ তুলেছেন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ খালিক আহমদ (৬৫)।

এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শনিবার (২১ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের বাসিন্দা মো. খালিক আহমদ (৬৫) বলেন, আমি একজন নিরীহ কৃষক ও সমাজের শান্তিপ্রিয় মানুষ।

আমাদের গ্রামের বাসিন্দা এখলাছ উদ্দিন (৫০), তাজ উদ্দিন (৪৮), কামরান উদ্দিন (২২), ফারহান উদ্দিন (২০), পারভীন বেগম (৪২) এবং তাদের আরও ৬-৭ জন সহযোগী দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভূমি দখলের মাধ্যমে এলাকা দখল করে রেখেছে।

তারা দেশে-বিদেশে অবস্থান করেও ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে।

এমনকি স্থানীয়ভাবে সালিশি বা সামাজিক সমাধানের পথ রুদ্ধ হয়ে গেছে তাদের প্রভাবের কারণে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, তার ছেলে শাহেদ আহমদ ও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়ছল ও ফলিক আহমদের সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা মোক্তার হোসেনকে উদ্দেশ্য করে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয়।

এমনকি শাহেদ আহমদকে মারধর করে পুলিশের সহায়তায় জেলে পাঠানোর অভিযোগও উঠেছে মোগলাবাজার থানার ওসির বিরুদ্ধে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিবাদীদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, ফলে গোপনীয় তদন্ত ছাড়া প্রকৃত সত্য বেরিয়ে আসবে না।

এ বিষয়ে এলাকাবাসীর একটি অংশও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

এখন এলাকাবাসীর একমাত্র দাবি—চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

Share Now

এই বিভাগের আরও খবর