তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার সেই শিশুটির পরিবারকে আর্থিক সহ‌যো‌গিতা প্রদান

আপডেট: June 22, 2025 |
inbound4753481280659436920
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ায় ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে যুক্তরাজ্য বিএনপির সদস্য ও জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে স্থানীয় বিএনপি নেতারা পাটিকাবাড়ী ইউনিয়নের জোতপাড়া গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় জাহিদুল ইসলাম অসহায় পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং গণমাধ্যমকে জানান, গণমাধ্যম সূত্রে ঘটনার কথা জানতে পেরে তারেক রহমান তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি নেতারা পরিবারটির খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহযোগিতা প্রদানের পাশাপাশি আইনিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিশ্বাস, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান লিটন, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য আব্দুল খালেক, সদর থানা কৃষকদলের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ১১ জুন সকালে প্রতিবেশী বিশারত আলী বিশা (৬০)-এর বিরুদ্ধে শিশুটিকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর গ্রামের মাতব্বররা সালিস করে অভিযুক্তকে শাস্তি না দিয়ে মীমাংসা করে দেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা ধর্ষণের আলামত পান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা।

শিশুটির মা বলেন, “আমাদের মতো অসহায় পরিবারের পাশে তারেক রহমান থাকবেন, তা কল্পনাও করিনি। তাঁর সহযোগিতায় আমরা সাহস পেয়েছি। আশা করি, তিনি ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও আমাদের সাহায্য করবেন।”

Share Now

এই বিভাগের আরও খবর