মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট: June 25, 2025 |
inbound5471560023572768275
print news

মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু (৩৫) এবং তাদের আট মাস বয়সী কন্যাশিশু আনিসা।

নিহতের স্বামী আওয়াল হোসেন জানান, সকালে রাইস কুকারে ভাত রান্নার সময় তার স্ত্রী সেতু বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মেয়েটিও তার কোলে ছিল। পরে তাদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, “দুজনের শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

Share Now

এই বিভাগের আরও খবর