৪৩ দিন পর নগর ভবনে এলেন ডিএসসিসি প্রশাসক

আপডেট: June 26, 2025 |
inbound2296459076595451434
print news

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি নগর ভবনে এলে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে সমর্থনকারী জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবুও উপস্থিত ছিলেন এবং প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে ঢাকাবাসীর আন্দোলন সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ফেরার আহ্বান জানিয়েছিলেন। সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে কাজ শুরু করলেও প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি।

 

Share Now

এই বিভাগের আরও খবর