বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে বগুড়া শিবগঞ্জ উপজেলার পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উক্ত সভায় বক্তব্যে রাখেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি জামায়াত নেতা মাওঃ শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মৎস্য অফিসার তারিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, ফাহিমা বেগম, রোস্তম আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুন নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মমিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম,, উপজেলা মহিলা দলের সতানেত্রী মিনারা বেগম, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলসহ প্রমূখ।