বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

আপডেট: June 28, 2025 |
inbound4628429917042252298
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

২৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দু’টি ধারালো বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত ওই দুই কিশোর গ্যাংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোরে এক অভিযুক্ত কিশোরের তিনতলা বাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে আরও ৪টি বার্মিজ চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ আনোয়ার হোসেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, কিশোর গ্যাং সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর