বগুড়ার সান্তাহারে ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে প্রাণ গেল প্রসূতির

আপডেট: June 28, 2025 |
inbound4347422903128768949
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার দায়িত্বরতদের গাফিলতিতে প্রাণ গেল টফি বেগম (৩৫) নামের এক প্রসূতির।

২৭ জুন (শুক্রবার) সন্ধ্যার বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনাটি ঘটে।

নিহত প্রসূতি টফি বেগম আদমদীঘি উপজেলের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পোঁওতা টীকুরি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

এই ঘটনার পর থেকে ওই ক্লিককে তালা দিয়ে দায়িত্বরতরা পালাতক রয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বাচ্চা প্রাবের জন্য ভর্তি করানো হয়। এরপর কয়েকঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন ক্লিনিকের দায়িত্বরতরা।

চিকিৎসা দেওয়া কালিন রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে।পরে তার অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁয় প্রাইভেট হাসপাতালে নেওয়ার পথে টফি বেগম মারা যান।

নিততের পরিবারের লোকজনের দাবি ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এখানে রোগীর বাচ্চা প্রসব হবেনা একথাটি আরোও আগে বললে রোগীকে আমারা অন্য জায়গায় নিয়ে যেতাম।

পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে ছিলো না তখন বলার কারনে রোগীর মৃত্যু হয়। এ ঘটনার পর স্হানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্রগোল শুরু করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর