জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

আপডেট: July 1, 2025 |
inbound3919581421449023226
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ৪৫ বছরের বৈষম্যের অবসান ও ডিপ্লোমা চিকিৎসকদের ৪ দফা দাবি বাস্তবায়নে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্না।

বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ দিতে হবে। সেই সাথে পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিতে হবে।

এছাড়া শূন্য পদে নিয়োগ ও সরকারী/বেসরকারী পর্যায়ে পদ সৃজন  ও আন্তর্জাতিক মানদন্ডে বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ চাই।

Share Now

এই বিভাগের আরও খবর