এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া: আসিফ নজরুল

আপডেট: July 2, 2025 |
inbound8690703081663996648
print news

আগামী এক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজারের বেশি কর্মী নেবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সিন্ডিকেট নিয়ে চুক্তি থাকায় নতুন করে সমঝোতার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বুধবার এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী যাবে—এমন একটি হাইপ উঠেছে। কিন্তু বাস্তবে দেশটি আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে।’

তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট না চাইলে মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের চুক্তি পরিবর্তন করতে হবে, কিন্তু সেটা জোর করে সম্ভব নয়। যদি আমরা লোক না পাঠাই, তাহলে ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার।’

জাপান প্রসঙ্গে তিনি বলেন, ‘জাপানে কর্মীর চাহিদা আছে, কিন্তু আমাদের দক্ষতার ঘাটতি রয়েছে। ভাষা শেখানো হলেও দক্ষতা অর্জন হচ্ছে না। তাই জাপানে দক্ষ কর্মী পাঠাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন জাপান সেল, ডেডিকেটেড ওয়েবসাইট এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ।’ এ ছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতা, প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন এবং স্টুডেন্ট ভিসাধারীদের ঋণ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর