আন্দোলনের জেরে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

আপডেট: July 3, 2025 |
inbound7061820107789888474
print news

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার কর্মসূচির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, বুধবার সকাল থেকে ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় টানা ৯ ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

একই দাবিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে, পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের কর্মী দীপঙ্কর দে (২৯)–কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আটক করে থানায় নিয়ে গেলে। পুলিশ শুরুতে তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়, কারণ তার নামে কোনো মামলা ছিল না।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্কর দে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাকে সোপর্দের পর পুলিশ মামলা না নিয়ে উল্টো আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, যা উত্তেজনা বাড়িয়ে তোলে।

Share Now

এই বিভাগের আরও খবর