দেশে প্রথমবার ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: উপদেষ্টা শারমীন মুরশিদ

আপডেট: July 7, 2025 |
inbound2912344092021398649
print news

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে। তাদের পরিবারের চোখের জল মুছতে চাই আমরা।

আজ রোববার (৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের শহরের নয়ামাটি এলাকায় ছয়বছর বয়সি শহীদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজখবর নিতে এসে এসব কথা বলেন তিনি।

শারমিন মুরশিদ বলেন, ‘যে বাচ্চাগুলো শহীদ হয়েছে তাদেরকে আমরা মনের ভেতর এই একটা বছরের প্রতিটি মুহূর্ত ধারণ করেছি। ব্যস্ততার অযুহাত দেবো না, নানা ব্যস্ততার জন্য আমরা ছুটে আসতে পারিনি। কিন্তু এবার পুরো জুলাই মাসকেই ডেডিকেটেড করেছি, জুলাই আন্দোলনে যারা চলে গেছে তাদেরকে কাছে গিয়ে বলা যে আমরা তোমাদেরকে ভুলিনি এবং তোমাদেরকে ভুলবো না।’

উপদেষ্টা বলেন, শহীদদের যে কারণে এই আত্মত্যাগ একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশ সেটি গড়তে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার।

তিনি বলেন, ২৪’র জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সে সকল শহীদদের শ্রদ্ধায় স্মরণ রাখবে রাষ্ট্র ও দেশের মানুষ।

‘ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম হয়েছে। যতবার বাচ্চারা খেলতে যাবে রিয়ার নামটা তারা দেখবে। সকলে জানতে চাইবে এটার নাম রিয়া হলো কেন? তখন কিন্তু রিয়ার গল্পটা সবার সম্মুখে আসবে। আজকে রিয়ার মায়ের কাছে এসেছি, রিয়ার ব্যাপারে অনেকবার ভেবেছি আজকে আসতে পেরেছি।’

উপদেষ্টা বলেন, ‘সব শহীদদের বাসায় যাওয়া কঠিন ব্যাপার, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ১১টি মেয়ে এবং ১৩৫টি শিশু শহীদ হলো, তাদের পরিবারের চোখের জল মুছতে চাই আমরা। যে কারণে এরা প্রাণ দিল সেই সমাজটা গড়তে চাই, যেন আমাদের শিশুরা নিরাপদ একটা বাংলাদেশ পায়।’

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর