ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও রাণীশংকৈল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ জুলাই (সোমবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শিবদিঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,থানা পুলিশের বিশেষ অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও রাণীশংকৈল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে রানীশংকৈল থানার মামলা নং-০২/১৬, তারিখ-০৫/০২/২০২৫ খ্রি, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৪ ধারা তৎসহ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/ ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩) /১০/১২/১৩ ধারায় গ্রেফতার করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং আসামিকে কারাগারে সোপর্দ করা হয়েছে।