বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ কারাগারে

আপডেট: July 11, 2025 |
inbound8020524197084891828
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমোকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

১০ জুলাই(বৃহস্পতিবার)দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাকালে প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন।

রাজি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে বিয়ের আশ্বাসে ওই তরুণী সম্পর্ক গড়ে তোলেন।

এরপর চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদীঘিতে শ্মশানঘরের পাশে এক বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন।

বিষয়টি জানাজানি হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকি দেন ওই কর্মকর্তা। এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় মামলার পর আত্মগোপনে ছিলেন মিমো।

মামুনুর রশিদ হিমো বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশে বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর