হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: July 12, 2025 |
inbound4441450847797347955
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আসকর আলী রাসেল (১৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোরে হরিপুরের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসকর আলী রাসেল উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলের পাশে অবস্থান করছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের অভ্যন্তরে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর