‘ফোক এন্ড কালচারাল ফেস্ট ২০২৫’ এ জাবি শিক্ষার্থীদের অর্জনে উপাচার্যের অভিনন্দন

আপডেট: July 12, 2025 |
inbound7324054137718428865
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিইউপি কালচারাল ফোরাম আয়োজিত ‘বিইউপি ফোক এন্ড কালচারাল ফেস্ট ২০২৫’- এ নাটক পর্বে দ্বিতীয়, পল্লীগীতি পর্বে দ্বিতীয় ও চিত্রাঙ্কন পর্বে তৃতীয় স্হান অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সেমিনার কক্ষে দেশের ১৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সেগমেন্টে ফোক ও কালচারাল প্রোগ্রামের আয়োজন করে।

এই আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনগুলোর সমন্বয়ে একটি দল প্রতিযোগিতায় অংশ নেয় এবং পল্লীগীতি পর্বে ১৪টি দলের প্রতিদ্বন্দ্বিতায় “প্রথম রানার আপ”, নাটক পর্বে “প্রথম রানার আপ” ও চিত্রাঙ্কন পর্বে ১৬টি দলের মধ্যে “সেকেন্ড রানার আপ” হয়।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এ প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অর্জনে আনন্দিত। উপাচার্য মননশীল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনগুলোর এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর